আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। রোববার (১৯ মার্চ) দেশটির প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেছেন, এই পরোয়ানার আইনি বাধ্যবাধকতা সম্পর্কে দক্ষিণ আফ্রিকা সচেতন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের আগস্টে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফর করতে পারেন রুশ প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মুখপাত্র ভিনসেন্ট মাগবেনিয়া বলেন, আমাদের সরকার আইনি বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন। তবে সম্মেলনের আগ পর্যন্ত আমরা স্বার্থসংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কাজ করব। আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই আকস্মিক ক্রিমিয়া সফরে পুতিন পুতিন ব্রিকস সম্মেলনে যোগ দেবেন রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ২০১৩ সালের মতো এবারও তিনি ১৫তম ব্রিকস সম্মেলেন যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। পুতিনের এমন সফর সিরিল রামাফোসার সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি দক্ষিণ আফ্রিকা। তবে দেশটি আইসিসিকে স্বীকৃতি দিয়েছে। ফলে আইসিসির গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে দেশটির ওপর। আরও পড়ুন: অঘোষিত সফরে দনবাস ঘুরে এলেন পুতিন মুখপাত্র বলেন, আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেটি সম্পর্কে আমরা অবগত। ইউক্রেন সংঘাত আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের প্রতি দক্ষিণ আফ্রিকা অঙ্গীকারবদ্ধ এবং এটি আমাদের দৃঢ় প্রত্যাশা।
]]>
Source link